যুদ্ধক্ষেত্রে থেকে লেখা চিঠিটা
ভালবাসার শব্দ ভরা এক কবিতা,
প্রেমিকার উত্তরে বারুদের গন্ধ
প্রতিবাদ আর অবশ্যই দেশদ্রোহ।
বারুদের প্রতিবাদ যুদ্ধ চায়না,
গর্ভের সন্তানের পিতৃ পরিচয়ে
অভিধানে শহীদ শব্দ মুছে চলে,
রাষ্ট্রদ্রোহের এক অসম যুদ্ধে ।
পরাজিত আজ যুদ্ধজয়ী দেশ;
শহীদেরা কেউ যুদ্ধ চায়নি,
চেয়েছিল প্রেমিকা্র র্স্প্শ,
চেয়েছিল সুনাগরিক হতে
আর নবজাতকের মুখে
ভবিষ্যতের অঙ্গিকারে একে দিতে,
এক সভ্যতা, যা যুদ্ধকে দেখে
ইতিহাসের পাতায়, চরম অনুক্ম্পায়।