এই শহরের ব্যস্ততায়
যেন ভুলে গেছি অবসাদ,
অযথা উত্তেজনা।
এই শহরের মানুষেরা
আর বোঝেনাতো অপরাধ,
শুধুই বেঁচে থাকা।
এই শহরের জীবনটা
নহে সকলের সমধারা,
ধূলায় ধূসরিত।
তাই শহরের কবিতারা
কিছু সময়ের দিকহারা,
শহর আলোকিত।
এই শহরের জন্জাল
আমি তুমি ভাই নাগরিক
নগর ভালবাসি।
যারা নগরের কান্না হাসি
যারা শহরের আকরিক
তারাই পরবাসী।
তাই সযতনে ছিড়িয়াছি
আমি শহরের কবিতাটি,
জমিয়েছি থলে ভরে
রোদন ভেজা হাসি।