আবার তোমায় ভুলে যাব, শত বর্ষের মত পুরান হব
                    ঝরে পড়া পুষ্প কুড়ির মত।  
হয়তো বহুদূর হতে বহুদূরে, মনের গহীন হতে অগোচরে
                     হৃদয়ে বাঁধিয়ে নিদারুণ ক্ষত।


নিভৃত গোপনে বাধা বাসা, নেই ফিরে পাবার সে আশা
                   যদিও চেষ্টা করিলাম শত।
শাপ মোচনে করছি রচন, যদি ফিরে এসে করো শাসন
                     বিনিত বদনে রব নত।
                            


অলক্ষ্যে পলক মেলিবার মত, ক্ষুদ্র সময় ছিল যত?
                     গত হলো সব অকারণে।
যেন হটাৎ দেখা অতিথি, তরুবিথী তলে গল্পের সাথী
                     চলে যায় দূরে অল্পক্ষণে।


     যদি কখনো মন ভুলে, ওই চাঁদনী কিরণ তলে
                  গল্প বিছাও মনের আঙ্গিনায়।
   আমাকেও রেখো সাথে, নিষ্পলক আখিপাতে
                        শূন্য মনের কল্পনায়।