মম ভাস্বর হৃদয় যখন, পড়বে ছিঁড়ে ভাঙ্গিয়া অনুক্ষণ
                  নিশীথ নিরব বেদনে
  তখন সবে একসাথে, বাঁধিয়ে আনন্দ কণ্ঠপথে
                 ভুলে যেয়ো আনমনে।


যখন চোখজোড়া স্বপ্নখানি, গ্রাসিত গ্লানিতে হবে গৌরবহানি
                    সুরভি নিন্দার নন্দনে।    
তখন উচ্ছ্বসিত প্রাণে ভর করে, প্রশ্বাস নিও বিশুদ্ধ অহংকারে
                 আমিহীন প্রশস্ত অধিবেশনে।


এই জনপল্লির প্রতিটা বাক, তোমাদের অর্জনে পরিপূর্ন থাক
               আমি নাহয় থাকিলাম অন্তরালে
ইচ্ছের ঝুলি পা দিয়ে ডলি, সবই যেন বিলাসিতার বুলি
               বেমানান আমি সভ্য কীর্তিকূলে।