কে করিছে বারণ
মুক্ত স্বাধীন গড়তে জীবন।
সংগ্রামী হাতে মুষ্ঠি বেধে করিয়াছি গ্রহণ
আমি দিকবিদিক ছুটে চলা মুক্তি-সাধক পবন।


বাঁচতে এসেছি আমি, আমি নির্ভয়ে বাচি
আমি সদা সর্বসুচি, গৌরব সুধা আনন্দে নাচি।
আমি তো চির বাধনহীন, জন্ম হতে মুক্ত
ডানা ঝাপটায় বিশালতায়, চির কল্যাণ-ব্রত।


ঝর্নার মত ঝরঝর মোর চলার গতি
ইচ্ছা মত চলি, পথসম্মুখে ভাঙ্গিয়া শত বিরতি।
শত পিছুটানের মালা, চরণবন্ধে বিরতির বালা
দোলে যায় চলে, যেন এ আমার নিত্য খেলা


আমি বাইশের মতই প্রতিবাদী চেহারায় একটু প্রবীণ
মনদীপ্ত বলে ছুটে চলি, আমার চিত্তে আমি চির নবীন।
হেঁটে পথের বাঁকে, তপ্ত বীর্য সেকে, ধরিয়া রাখি শোর্য
আমি গ্রহণ করি আমাকে, আমার চেতন আমার মাধুর্য