ও মা রে এ কী গরম
বাইরে বেরুলে ঘামছি চরম।
চচ্চড় চড় টিন শব্দ করে
ফ্যানের নিচেও গরম ধরে।


উফ! দর দর দর ঘামছে কপাল
বেচে থাকার বাধলো আকাল।
আর পারি না এমন রোদে
ঘামে শরীর উঠছে কেঁদে।


স্যাত স্যাত স্যাত ভিজছে গা
আরাম আয়েশের নাইরে জাগা।
কোথায় গিয়ে হাপ নিবো ভাই
কোন জায়গায় শান্তি নাই।


    
এ কী গরম! ও...মা... রে
ঠান্ডা যায়গা কোথায় রে?
একটু আমায় জায়গা দে
জীবন গেলো শুষ্ক রোদে।


ঢক ঢক ঢক খাচ্ছি জোরে
তৃষ্ণা পেয়ে উদর পুরে।
যত পানি খাচ্ছি ঢোকে
ঘাম হয়ে সব যাচ্ছে সেকে।


বালি চিকচিক পাড়ছে ঝিলিক
ধুলো উড়োর পড়লো হিড়িক।
খালে বিলে উজান ঘাটে
পড়ছে গরম খুব খ্যাপাটে।


শন শন শন বইছে বাতাস
ক্ষীপ্র গরমের আসছে আভাস।
গরম হাওয়া যাচ্ছে বয়ে
অতিষ্ট জীবন নিচ্ছি সয়ে।


সূর্য শালায় দিচ্ছে হাসি
ফুল পাতা সব যাচ্ছে খসি।
ধরায় এখন নাইরে ফাগুন
মাঠে ঘাটে জ্বলছে আগুন।


ভন ভন ভন উড়ছে মাছি
বিরক্তে বিকল হই উদাসী।
বাতাস বন্ধে ভ্যাপসা গরম
জান হারাবার হয় উপক্রম ।