কত কথা বলিতে চাই
               গোপনে  পুড়ে ছাই
বলতে চেয়ে যে কথা, বারবার থেমে যায়।


   গোপনে বইছি ভার, বিরহে বারবার
        মুখ বুজে যখন ,মনকে ধায়।
গ্রহণ করিতে যার, নাহি বাকি কিছু আর
       তাহাকে বলিতে এত ভয়, হায়!


সে কথা আবার, কোথা হতে বারবার
    পাপড়ি মেলে মুখ তুলিতে চায়।
যে কথা তোমাকে সহস্রবার বলিতে চাই।।


এই নদী কুলে, যদি কোন কালে
         মিলিত হয় আবার
গৌরব সুধা মেখে, থাকিব চেয়ে চোখে
       ক্লান্তি নেই পলক ফেলিবার।


     হৃদয়ে হৃদয়ে প্রেমের বলয়,
              অন্তরে উঠিছে কথার প্রলয়
                        তবুও নিশ্চুপ দুটি প্রাণ।


   দূরত্ব যদিও ঘুচিল,
          অভিমান তবুও রহিল
               যেন শত বর্ষের সম ব্যবধান।



আজ দেখেছি তোমায় খুব কাছে
      নিরঝরীনির মত রাঙা এলোকেশে।
হেটেছো তব দিগন্ত পানে
        মম হৃদয়ের শীতল জমিনে।
রিনিঝিনি শব্দ ওই নুপূরে
     ভেঙেছে ঘুম ঘুম স্বপন স্নিগ্ধ ভোরে।