শিশিরের মতো বেঁচে লাভ কী?
                     যার শেষ কিরনে
         আমি চায় কিরনের আড়ালে
                    স্বাথহীন ছায়া হয়ে বাঁচতে।।


         ধামা-ধরের মতো কথা বলে লাভ কী?
                     যার কথা পাল্টায় টাকা তে
          আমি চায় মনীষীদের মতো বলতে
                    যে কথাটা একান্ত নিজের।।


          চতুরের মতো বেঁচে লাভ কী?
                    যার সব শেষে দড়ি তে
          আমি চায় শিক্ষা নিয়ে বাঁচাতে
                    যার সব শুরু জ্ঞানে।।


          চাও যদি আমরা মতো বাঁচাতে !
          পতন করো পশু শাসকের শাসন কে ।