নিজস্ব মতামত


কিছু রাত থাকে আমাদের অভিমানে অশ্রু ঢাকার,
কিছু জাগা ঘুমের অপচয়, বাকীগুলো শুদ্ধ থাকার।


কিছু সাঁঝ মন খারাপের স্মৃতিগুলো মুছড়ে তোলার,
কিছু হাসি শুধু অভিনয় ভালো সেজে দুঃখ ভোলার।


নিয়তিতে কিছু পরাজয় লেখা থাকে হারতে জয়ের,
কিছু প্রেম দূরে থেকে হয়, কাছে গেলে ভাঙবে-ভয়ের।


জোর করে মন পাওয়া নয়, উড়ে যাও চাইলে যাবার,
কিছু পাখি ছেড়ে দিতে হয় ভালোবেসে আসতে আবার।


সব ব্যাথা পুষে রাখতে নেই অসময়ে করবে দহন,
কিছু ব্যাথা আজীবন ধরেই হয় শুধু করতে বহন।


সব ক্ষেতে না করাই ভালো ভালোবেসে স্বপ্ন
রোপন,
সব কথা না বলাই ভালো, কিছু কথা থাকনা গোপন।