আমি আছি সেই আগের মতন,
এঁকে ভালোবাসার মানচিত্র
হৃদয়ের কোণে।
তুমিওতো আছো বেশ
হাতের মুঠোই নিয়ে পৃথিবী।
আয়নায় দেখছো মুখ,
আঙ্গুলে জড়াচ্ছো চুল
ছাদের কিনারে দাঁড়িয়ে
নয়ন তোমার নদীর উচ্ছল স্রোতে
অদ্যোপান্ত।
কতদিন হয়না তোমার পাড়ার
অলিতে গলিতে অবাধ বিচরন,
দিনশেষে শেষ বিকেলে নদীর কিনারে
সূর্যাস্ত দেখার নামে তোমাকে
দেখতে যাওয়া।
সব শুধু তোমারই জন্য,
হ্যাঁ শুধু তোমারই জন্য।