মাঠ ঘাট পথ প্রান্তর সবুজ বনানী
উপরে রুপালী আকাশ,
পায়ের তলে মাটি সবকিছু
ছাপিয়ে আসবো শুধু
তোমারই কাছে চোখের  তৃষ্ণা মেটাতে
তোমার টানে তোমার স্বাদে।
চোখের পলকে চমকে যাবে তুমি,
হঠাৎ আমায় দেখে পথের বাঁকে।
শুধু তোমার কারনেই বাঁচতে চাই
তোমাকে দেখতে চাই এভাবেই
আরও দুশো বছর চোখে চোখ রেখে।
তুমি ছাড়া বলো বাঁচবো কীসে,
বাঁচবো নিয়ে কাকে?
এভাবেই ফিরতে চাই বারবার,
শুধু তোমারই টানে...