আস যদি তুমি নিয়ে যাব ইতিহাসের পুন্ড্র নগর
জিয়ৎকুন্ড দেখাব, শুনাব বাংলার পুরাণ কথা,
কান পেতে প্রাচীরের বুকে জেনে নেবো অজানা খবর-


আমরা ব্যথিত হবো শুনে শুনে ঐ করতোয়ার ব্যথা,
সপ্তডিঙ্গা মধুকর লিকায়িত অমর প্রেম কাহিনী
হত্যাযজ্ঞ শেষে রাত্রির যেমন আসে ত্রস্ত নির্জনতা-


এ হাতে রেখো হাত বরাতে যা থাকে থাকুক সুহাসিনী
নিয়তী যদি বা করে বিদ্রুপ-পরিহাস তবু তুমি আমি
কাটাব পুন্ড্রবর্ধনে ভয়হীন অন্ধকার নিশীথিনী।


রাত যত বেড়ে যাবে তোমার চোখের সুর্মার মত দামি-
সোনালী ইতিহাস ঊষার আকাশে ছুঁবে সূর্যের ঘাম,
আমরা চলে গেলে সুগোপনে দিনমণি আসবে নামি,


হয়ত পেছন থেকে ডাক দেবে, কি যেন তোমাদের নাম?
নাম শুনে পরিচয় দেবে তার, আমি সেই পরশুরাম।