প্রতিদিন এই পথ দিয়ে কোথা যাও রুপসী কুমারী,
নরম কোমল ঘাসের শরীরে পা ফেলেই দূরে?
চপলা চপলা ঐ রাতুল পা যেন প্রেমের তরবারী-


খুন করে হৃদয় আমার, একবার চাও শুধু ফিরে
তোমাকে দেখার মাঝে তৃষ্ণা আছে কত অজানা গোপন
তোমার ফেরার আশায় ব্যাকুল থাকি এই পথের ধারে।


রেখেছি গোপন আমি মনের সকল কথা সঙ্গোপন
একবার ভুলে যেতে পার যদি প্রথম প্রেমিকের বাণী
বলে দেবো, দু'হাত বাড়িয়ে স্বপ্নময় ফুলের মতন।


কাঁঠালী পাতার রাতে ফুল-লতাগুল্মের বনে হে রাণী
যত খুশি চাও বানিয়ে দেবো মেখলা ঐ স্বর্ণলতার
বর্ষার কদম ফুল গেঁথে দেবো চুলের খোঁপায় আমি,


একবার ফিরে চাও শুধু খুলে দিয়ে মনের দুয়ার
ফিরে এসো রূপবতী, এসো উচাটন হৃদয়ে আমার