মধ্য রাতটা তোমার চুরি করে ফেলবোই;
তারপর আরেকটা রাত
অতঃপর আরও একটা রাত,
এ হাতের তালুতে চিবুক
ঠোঁটের খুউব কাছাকাছি নিঃশ্বাসের শব্দ।
একটা বিকেল আবার সেলফোনের চিত্তে
যৌবনের গান ধরবে অপর পান্তের সন্ধ্যায়
সুদূরের, পাহাড়ের সর্পিল পথের বাঁকে।
০২/১২/২০১৪ ইং