আমার লাশের পোড়া গন্ধে আমি বেঁচে আছি
মাঘের আগুনে দাউদাউ আমি বেঁচে আছি,
ছোট ছোট হাত-পা গুলোর, বড় বড় মাথা
জ্বলে যায় দেহ, মনের আগুনে প্রাণ আহা!
কেনো বেঁচে থাকি- আগুনের আত্মার ভেতর?
আমার মরণ চাই, মৃত্যু চাই! মৃত্যু চাই!


নিরু তুমি বাঁশি বাজাও, আমি বেঁচে আছি
তোমার বাঁশির সুরেলা আগুনে বেঁচে আছি,
চারিদিকে আগুনের আত্মা নেচে ওঠে!
পুড়ে যাক নগর-মানুষ মাংসের কাবাব!
যারা পুড়ে যায়-তারা যায়, আমি বাঁচি কেনো?
আমার মরণ চাই, মৃত্যু চাই! মৃত্যু চাই!


মানুষের নোনা রক্ত স্বাদে আমি বেঁচে আছি
বাতাসে আগুন ভাসে দ্যাখো আমি বেঁচে আছি,
দ্যাখো আমি বেঁচে আছি, ঐ মৃত্যুর খুব কাছে-
কর্মহীন মানুষের ঝাঁপ দেয়া জীবিকায়
দিন মুজুরের পেটের আগুনে আমি নেই
আমার মরণ চাই, মৃত্যু চাই! মৃত্যু চাই!


দগ্ধ সন্তানের পাশে দ্যাখো পিতা বেঁচে আছে
শিক্ষিকার ঐ লাশের পাশে স্বামী বেঁচে আছে,
মৃত দগ্ধ ট্রাক হ্যালপারের পাশে ডাক্তার-
শুধু কান্না, শুধু হাহাকার! জন্ম থেকে পোড়ে,
এই দেশে আগুনই শুধু হাসে কাঁদে জনতা!
আমার মরণ চাই, মৃত্যু চাই! মৃত্যু চাই!


হে মৃত্যু তুমি কি তবে ছাড়ছো না আর পিছু?
এই আগুন আত্মার কোনো পতন হবে না?
সময়ের চোরাবালি আর কত খেলে যাবি
আর কত লাশে ক্ষুদার কুমির শান্ত হবে?
আর কত লাশ শকুনের পাল খাবলে খাবে?
এই আকাশে এখনো সেই পোড়া গন্ধ ভাসে
গলিত লাশের গন্ধে অতীত এখনো কাঁদে,
এই আকাশে অতীত- শকুনের উড়াউড়ি!


আমার মরণ চাই, মৃত্যু চাই! মৃত্যু চাই!
১৫/০১/২০১৫ ইং