নারীদের জন্যে উপদেশ
----এমরান হোসেন


অল্পে তুমি  তুষ্ট থাকবে  স্বামীর সঙ্গেতে
তাহার অঙ্গের ব্যথা বুঝবে  তোমার অঙ্গেতে।
মান্যতার ভেতর তুমি করবে জীবনযাপন
তোমার কথায় পায়না যেন কষ্ট তাঁহার মন।
তাঁর চোখে পড়ার জায়গাগুলো ঠিকঠাক রাখিবে
তাঁর নাকে লাগার স্থানগুলোকে খুঁজে ফিরিবে।
তোমার কুৎসিত কিছুই যেন  তাঁর চোখে পড়েনা
সুবাস ছাড়া তোমার কাছে সে যেন গন্ধ বুঝেনা।
সুযোগ তুমি করবে তালাশ তাঁকে খাওয়াবার
নিরব তোমায় থাকতে হবে ঘুমের সময় তাঁর।
খেয়াল তোমায় রাখতে হবে তাঁহার সম্পদের
যত্ন তোমায় নিতে হবে তাঁহার পরিবারের।
তাঁর বিষন্নতায় আনন্দ আর আনন্দে বিষন্নতা
উভয়টাই খারাপ বুঝায়, বুঝায় স্বার্থপরতা,
এসব হতে সবসময় তুমি থাকবে বাঁচিয়া
তাঁহার সুখ-দুঃখ নিবে তুমি আপন  করিয়া।
তাহলে পাইবে তুমি সুখেরই এক সংসার
হাসি-খুশিতে কেটে তোমার জীবন হবে পার।


রচনাঃ ২৪-০২-২০১৯ ঈসায়ী।