#তোমার জন্যে#
-এমরান হোসেন

ললনা তোমার জন্যে আমি
আঁখিজলে ভাসিয়েছি প্রবাহিনী
আমার দর্শনেন্দ্রিয় ক্লান্ত আজ
দেখিয়া আঁখিজলের স্রোতস্বিনী।

তোমার জন্যে ভাঙ্গিব আমি
ঐ দূরে দাড়িয়ে থাকা শৃঙ্গধর
তোমার জন্যে আনিব আমি
আকাশ হতে নামায়ে শশধর।

তোমার ঘন কালো চিকুর আমি
সাজায়ে দেব রঙিন সব রঙ্গনে
তোমার সারাটা অঙ্গেতে আমি
ভরায়ে দেব চাকচিক্যময় হিরণে।

তোমার বাহুতে ধরিয়া আমি
সারাটা অবনী দেখিতে চাই
তোমার ললাট চুমিয়া আমি
দিব্যলোকের সুখ খোঁজাই ।

[বিঃদ্রঃ এটা  লাভাড়ুদের জন্যে নয়, এটা বিবাহিতদের জন্যে উৎসর্গিত]