বিমূঢ় বিমূর্ত প্রতীকী তুমি
মিশে আছো বর্ণ হীনতায়
কাব্যে লক্ষ্মী না হলেও সরস্বতী নিশ্চিত
পরাজিত প্রাণের জয়জয়কার
তবুও যদি হও 'আপনার'!


নিকষ কালো আঁখি জোড়ায় কামুক ঘ্রাণ
সমর্পিত হৃদয়ের শেষ পোতাশ্রয়
তবুও দূরে, বহুদূরে যেন
জীবনবিমুখী প্রতিযোগিতা
........প্রাণের ছোঁয়া!  


যে মজেছে কি দিয়েছে ডুব তোমায়
না জেনে ডুব-সাতার-
ভিড়াও পাড়ে নিজ গুণে
বাঁধো প্রাণে প্রাণ।