আয়তলোচনা,
তোমার সুপ্রশস্ত বক্ষপাজরে যত বন্দী মোর দীর্ঘশ্বাস
ঠিক ততটুকু জীবন নিয়ে বেঁচে থাকো আষ্টেপৃষ্ঠে
এক টুকরো জীবনের বিনিময়ে দিও অপলক দৃষ্টি
দিতে পারো কামুক পেলব ঠোঁটের অমোঘ সৃষ্টি


আয়তলোচনা,
জীবন বন্দী তোমার খোঁপার খাঁজে, মধুময় অলক রাশিতে
যদি প্রাণ ছোঁয় তোমার প্রাণ
করিও তব হৃদ মন্দিরে আহ্বান।


একদিন প্রহর গুণে ক্রান্তি লগ্নে
পরিশ্রান্ত ব্যতীত হৃদয়ের আকুতি নিয়ে
যা আছে অনুক্ত, সব
না বলার অধিকার থেকে ধিক্কার দিব নিজেকে-
একজন বনলতা'কে ভালো না বাসতে পারার অজুহাতে।