সময়ের স্রোত গড়িয়ে
কালের পিঠে কাল, ইটের উপর ইট
আমার অপজিটে আরোও  এক আমি।


অফুরান সময় তো ফুরায় না
প্রয়োজন করে নিঃশেষ, গড়ে ব্যারিকেড-কই,
এখানকার কিছুই তো হারায়নি, আয়নার প্রতিবিম্ব ছাড়া।


কোন এক অসময়ের যে গান করতো আনমনা
জারুলের যে ফুলে খোঁজত প্রাণ শালিকের দল
সেইসব - সেইসব খুবই অচেনা আজ।


বহুযুগ পর কবিতার স্বাদ বিষাদ
একটুকরো আদিম জীবন যার সম্বল
এক হৃদয় সমান দুঃখে যার বসবাস
সে জীবন অমূল্য!