হাট্টিমাটিমটিম তারা মাঠে পাড়ে ডিম
কিন্তু তারা সঠিক কারা বুঝতে যে হিমসিম।
খুঁজতে তাদের টিকলু গেল হযবরল-র দেশে
দেখে সেথায় হুঁকোমুখো মরছে হেসে-কেশে।
কাতুকুতু বুড়ো মারে গোমড়া মুখে উঁকি
হাসলে যদি পেট ফেটে যায়,নিচ্ছেনা তাই ঝুঁকি।
খুড়োর কল ঘুরিয়ে দিলেই সাজেশনের ঝুড়ি
শুনেই টিকলু নোটবই হাতে ছুটল তড়িঘড়ি ।
হঠাৎ কোথায় বিকট শব্দ দাঁড়েদাঁড়েদ্রুম
কুচকুচে কাকেশ্বর-এর চটকে গেল ঘুম।
চশমা চোখে হিসেব কষতে বসল তাড়াতাড়ি
হিংসুটে আর পাগলা দাশুর ভাব বেশী না আড়ি?
বড়বাবুর হেড অফিসে একুশে আইন কড়া
খেলাফ হলেই জেনে রেখো নিশ্চিত হাতকড়া।
ন্যাড়া করায় হাতগণনা নন্দ খুড়োর কাছে
বেলতলাতে বেঁচে থাকার কি কি উপায় আছে?
বন্ধ নাকে গন্ধ বিচার-সাইনবোর্ডে সেঁটে
হাতুড়ে বদ্যি তাড়ায় মাছি চশমা চোখে এঁটে।
পান্ত ভূতের জ্যান্ত ছানাদের আজব রকমসকম
ভীষ্মলোচনের গানের গুঁতোয় ছিঁচকাঁদুনে জখম।
কানে খাটো বংশীধরের কানফাটা চিৎকারে
লড়াই ক্ষ্যাপা বেদম ক্ষেপে ডানপিটেকেই মারে।
হিজবিজবিজ দৌড়ে বেড়ায় ছায়ায় ধরে পাছে
প্রাণ বাঁচাতে একলাফেতে হট্টমূলার গাছে।
রাজার পিসি,কুমড়োপটাশ ব্যস্ত আজব খেলায়
কে কতদূর ভাসতে পারে স্বপ্নসাগর ভেলায়।
শুভ্র ফেনিল ঢেউয়ের আদর লাগছিল তো বেশ
হঠাৎ কিসের কোমল স্পর্শে কাটলো স্বপ্ন রেশ!
পূজোর ঢাকে পরতে কাঠি কদিনই বা আর বাকি
মায়ের গলা-পড়তে বোস,দিসনে রে আর ফাঁকি!
সত্যিই তো,এবার পূজোয় তাদের পাড়ার থিম-
"  মাঠে পাড়ে ডিম তারা হাট্টিমাটিমটিম "...
(১০/৯/২০১৪)