ওহে আকাশ
তুমি এতো উদার না হলেও পারতে.!"

তোমার দিকে তাকিয়ে আমি যে উদার হয়ে যায়.!"

ওহে বাতাস
তুমি এতো মলিন না হলেও পারতে.!"

তোমার স্পর্শে আমি ও যে গলে যায়
শত আঘাতের স্বারলিপি মুছে দিয়ে আবারো কষ্টকেই বুকে জড়ায়.!"

ওহে জল
তুমি এতোটা স্পস্ট না হলেও পারতে.!"

তোমায় ছুঁয়েই পরিছন্ন হয় মনের যত ধূল
কোন এক প্রহর শেষে আবারো জড়িয়ে যায় ধূলোময় অন্ধকারে.!"

ওহে প্রেম
তুমি এতো আবেগী না হলেও পারতে.!"

তোমায় অনুভবে জড়িয়ে আমিও যে হারায়
আবেগী মন বিবাগী হয়ে ছুটে যায় অন্য কোন দিশায়.!"