অবাধ যৌবনে সামলে চল নি নিজেকে
ফুরিয়ে যাবার ভয় ছিলো না মনেতে..!!""

এই তো আর বছর কয়েক
হারিয়ে যাবে যৌবন তোমার..!!""

তখন কিসের টানে কিসের বাধে
আটকাবে বল মন প্রিয়াসে মনের মানুষকে..!!""

যৌবন তোমার আছে জানি, থাকতেই বা কত কাল
মন প্রিয়াসে ভালোবেসে বাধলে পারতে চিরকাল..!!""