ভালোবাসা সেতো এক নিছক খেলা,
শারীরিক ভোগ আর রুপ অর্থের বিরাট মেলা।
সবাই খেলছে, সবাই ভাঙছে, সবাই গড়ছে মন ,
পরিশেষে দেখা পাবে দুঃখ কষ্টের সমাগম।
বাদ যাবে না তুমিও এতে,পেতে দুঃখের স্বাদ,
চোখের জলে দূর হবে ,মনের দুঃখ কলহ যতসব।


বদনামের ভাগি হয়,যারা বেসেছিল ভালো।
তারাই আবার পথ দেখাবে,
হবে মন ভাঙ্গার কারণ ও।
সবাই সবাইকে ঠকাচ্ছে,দেখছে বহিঃ আবরন,
বিয়ে পর্যন্ত পৌঁছালে নাকি ‌,হয় ভালোবাসা পূরণ ।
কটা ছেড়েছ, কটা ধরেছ ,
কেউ দেখেনা এখানে,
রূপবতী প্রতিষ্ঠিত হলেই হবে, তোমার দোষ নেই তো সেখানে।


মূর্খ তারা যারা নাকি ভালোবাসায় মরে ,
আসল নিয়ম জানলে তারা বাঁচতো, হয়তো তবে।
বেআইনি নিয়মকানুন এই খেলাতে ভরা ,
মন ভাঙ্গার অপরাধে নেই কোন সাজা।
বোকা তুমি কাঁদছো বসে ভালোবাসায় হেরে,
অপেক্ষা করছো ফিরে আসবে নাকি ,
তোমার ভালোবাসা বুঝে।
হাস্যরসের অনুষ্ঠানে এসব মানায় ভালো,
বাস্তবে কেউ আসেনা ফিরে এটা জানা দরকার আরও।
কি পেয়েছো ?কি দিয়েছো?এর হিসাব রেখো না,
মুক্ত তুমি ভালবাসায় অভুক্ত যন্ত্রণায়।
ব্যস্ততার জীবনে ভালোবাসা পাবে  কোথায় ?
সত্যি বলতে সত্যি নেই, সবই মিথ্যের আশ্রয়।


সময়ের সাথে সাথে ভালোবাসা ও বদলেছে নিজেকে,
বিশ্বাস এর জায়গায় এখন তুমি স্ক্রিনশট পাবে।


তাই বলে কি এখন আর নেই ভালোবাসা ?
খুঁজে দেখো ,
পেতে পারো,
তার ছোট্ট একটু আশা।