আমি নিজেকে বাঁচিয়ে রাখতে জানি,
শত সমস্যার মাঝে ও পরিস্থিতির সাথে লড়তে জানি।
মাঝ সমুদ্রে যখন খুঁজে পাই নিজেকে ,
সাঁতার ছাড়া ভাসতে জানি ,ডুবতে নয় বাঁচতে জানি।


আমি অশ্বত্থামা ,আমি রাবণ ,
আমি পরশুরাম ,আমি মানব,
সব সমস্যা শুরু আমি ,সমাধানের কারণ জানি ,
দুর্ভাগ্যের জীবন আমার ,সৌভাগ্যের শত্রু আমি।


বিধাতার কাছের খুব ,খারাপ কপাল আমার জোটে,
সব যন্ত্রণা ভুগি আমি, সুখ জোটে পাশের লোকের।
হাতের খেলার পুতুল তোমার ,যখন খুশি ভাঙে গড়ে,
চোখের জলের নেই কোন দাম, বিধাতা তুমি!
নাকি কসাই বটে?


সিংহাসন বিহীন রাজ্য আমার ,মুকুটহীন রাজা আমি,
নিজের সাথে লড়ছি শুধু ,বেঁচে থাকার কারণ জানি।
ভাগ্যে তুমি দেওনি কিছুই ,কষ্ট ছাড়া ভাগ্যে কিছু,
অশ্রুধারার প্রবাহ মানে,প্রতিটি ফোঁটা তোমার নামে।


যমের থেকে উদ্ধে আমি, মৃত্যুর চেয়ে জীবন দামি ,
ফিনিক্স পাখির মতই জীবন ,শেষর থেকে শুরু আমি।
অভিশপ্ত জীবন আমার সব দুঃখ কষ্টের কারন ,
আমি পূর্ণ, আমি পাপি, মৃত্যু সে তো নিমিত্ত কারণ।


বেঁচে থাকার লড়াই এর মৃত্যুর স্বাদ পেয়েছি,
অমৃত খুঁজতে গিয়ে স্বপ্ন খুজে পেয়েছি,
ভাগ্য আমার ঘুমিয়ে আছে ভাগ্যের ভরসায়,
জীবন যেনো যুদ্ধ ভূমি, শুধু স্বপ্নদের পরাজয়।