"কবিতাটি তে ব্যবহার করা নামের মেয়েটি এর সাথে  বাস্তবে কোন সংযোগ নেই। কবিতাটির রিদিম এর জন্য  ব্যবহার করা, পাঠক চাইলে যেকোন নাম বসিয়ে পড়তে পারে"।


তমা আমার মন পাগলি,ভালোবাসতো অনেক বেশি,
স্বর্গ আমার ঘরে এলো,ছিলাম অনেক খুশি।
হঠাৎ করে কেমন যেন বদলে গেল দুনিয়া,
তমা বলে আমায় নাকি, সে ভালবাসে না।


থমকে গেল জীবন আমার,বয়ে এলো কান্না।
খুশি কোথায় হারিয়ে গেল,খুঁজে আর তাকে পাইনা।
জীবন কাটে সময় স্রোতে,চোরাবালির মাঝে,
এই বুঝি সে আসবে ফিরে,অবুঝ এ মন বোঝে।
কোথায় গেলে পাবো তাকে,কোন নদীর কুলে ?
এ মন বলনা রে তুই, সে কি আমার হবে?
দিন যায়, রাত যায়, সে আসে না তো ফিরে,
এ মন বলনা রে তুই, সে আসবে কবে ফিরে?
স্বপ্নগুলো তাকিয়ে আছে তারই অপেক্ষায়,
আসবে, সে আসবে ফিরে, এই বলে বুঝাই।
চলেই যদি যাবে সে এসেছিল কেন ?
মনটাকে ভালোবেসে ভেঙে দিলো কেন ?


মন বলে ,ফিরে আয়, ফিরে আয়,
এসে খুব করে বকে দে,
কান্নাটা থামিয়ে আমাকে নিজের করে নে,
বেঁচে আছি এক আশায় ফিরবি তুই একদিন,
বুঝবে আমার ভালোবাসা, খুব কাঁদবি সেদিন!
বদলে যাব সেদিন আমি ,
বদলে যাবে সময় ,
এ কেমন ভালোবাসা পরিশেষে কাঁদায়।


কেন ?কাঁদছিস মন রে তুই ,বাস্তবটা এমন ,
ভালো থাকার অভিনয় টা শিখতে হবে এখন।