আমার যাওয়ার বেলা যাচ্ছি শেষে,
দিন ফুরালো দিনের শেষে ,
রাত্রি কালো আঁধার ভালো ,
চোখের জলে দুঃখগুলো ,
মুচকি হেসে বিদায় দিল।


জীবন মানে যন্ত্রনাময়,লড়াই করে চলেছি ,
দুঃখগুলো আমার বাছা ,সুখ চিনতে ভুল করেছি।
পেলাম আমি যা কিছু ,দিয়েই গেলাম সব ,
যাওয়ার বেলায় দেহ টুকু নীরবে বলে সব।
হাসিমুখে যাব আমি ,জীবন থেকে পালিয়ে ,
সমস্যার বাধন ছিড়ে ,আপনজনকে হারিয়ে।
দিনটা সেই একই ছিল ,প্রতিদিনের মত ,
শুধু আমার অস্তিত্বটুকু,
শেষ হল সারা জীবনের মতো।


ভাগ্য খাতার হিসাব-নিকাশ শেষ হয়েছে আজ,
প্রাপ্তি শুধু দুর্ভাগ্য টুকু, জীবনটা আজ জীবন্ত লাশ।
প্রিয়জনের আর্তনাত আমার চলে যাওয়ার পথে,
কি দিয়েছি ,কি করেছি ,
সব, সবার মুখে মুখে।


প্রতিদিনের সাক্ষী ছিলাম বেঁচে থাকার নাটকে,
কষ্ট ছাড়া পাইনি কিছু, দুঃখ ভরা জগৎ  এ ।


শেষ হয়েছে গল্প আমার ,
নিয়েছি মঞ্চ থেকে বিদায়,
অস্তিত্বটুকু আমার বিলীন হবে,
যেন এ জগৎ এর আমি নয়।


রক্তে-মাংসে জীবন আমার অগ্নিগ্রাসের সাক্ষী ,
ছাঁই এর সাথে হারিয়ে গেলাম ,
জীবনের এটাই তো প্রাপ্তি।