অনেকটা পথ পেরিয়েছি তোমার সাথে আমি ,
আঁকড়ে ধরেছি ভরসার হাত তুমি ছাড়বে না জানি।
দুচোখ ভরে দেখেছি স্বপ্ন,বেঁধেছি সুখের ঘর,
থাকবো মোরা ছোট্ট ঘরে,একে অপরের নির্ভর।
ঈশ্বরের ঊর্ধ্বে ছিলে আমার কাছে তুমি,
ভালোবাসায় পাগল ছিলাম তোমার জন্য আমি ।
কৃষ্ণের মতো অটুট ছিল আমার ভালোবাসা,
তোমার মাঝে আছে আমার, প্রাণ ভ্রমরের বাসা।
বিধির বিধান তুচ্ছ করে লড়তে আমি পারি ,
হাতটা যদি শক্ত করে ধরে রাখো তুমি ।


মাঝ পথে ছেড়ে দিলে তুমি আমার হাত ,
পারলেনা চলতে আর কিছুটা পথ।
ভাঙলে তুমি হৃদয় আমার দিয়ে গেলে ক্ষত ,
বাস্তবতা বড়ই কঠিন মেনে নিয়ে হয়তো ।
অনেকটা পথ হেটেছি তোমার থেকে আমি,
দূরে গেছ, বহু দূরে, আমার থেকে তুমি।
পেরিয়ে গেছে অনেক বছর তোমার আমার মাঝে ,
অতিক্রম করেছে অনেকটা পথ তোমার তুমি থেকে।
শুরু করেছি নতুন করে আমার আমিকে খোঁজা ,
আজও তুমি বেঁচে আছো আমার মাঝে,
তোমার তুমি ,
আমার অহংকার এর সাজা।


সময়ের সাথে সাথে ক্ষীণ হবে তুমি ,
শুধু রয়ে যাবে ক্ষত গুলো যেটা করেছ তুমি ।
তবু তুমি থেকে যাবে এ মন এর মাঝে তে,
মাঝে মাঝে খুজে পাবো বেখেয়ালী মনে তে।


পড়বে যেদিন মনে আমার সব হারিয়ে যাওয়া স্মৃতি,
উচ্চস্বরে বলবো সেদিন আজও তোমায় ভালোবাসি।
তৈরি থেকো সেদিন তুমি উত্তর আমার চাই,
এতো ভালোবেসে কেন ?ভেঙেছ হৃদয়!