ভৈরবীর কোমল রেখাবে মিশে আছো তুমি
সকালের স্নিগ্ধতা স্নান করিয়ে দেয় বেদনা
রাতের ক্লান্তি যায় চলে দূর অসীমে
নিষাদও কোমল হয়ে যায় তোমার রূপ দর্শনে-
গান্ধারীর শত পুত্রের বিয়োগ যন্ত্রণা যেন
এসে লুকায় কোমল ধৈবতে,
বন্ধ চোখ ভাবায় নব নব ভবিষ্যৎ
খোলা চুল যেন কোমল গান্ধার
নিয়ে যায় বাল্যস্মৃতির শিউলি গাছ তলায়
সেই যে কৃষ্ণচূড়া বৃক্ষ-
কাঁঠাল মেওয়া হাসনাহেনা কেউ নেই আজ
তবুও তোমার হাসিতে ময়ূর হাসে
পেখম মেলে দেখায় আনন্দ
নবজীবন যেন বকুলের ঘ্রাণ...