হয়ত একদিন যাবো হারিয়ে
চলে যাবো বহুদূর
পাবেনা আর আমায় খুঁজে
তোমাদের হাতে গড়া রাজপ্রাসাদে।


ফুলতো আছে ফুলের মতই
কিন্তু কখনো কি অনুভব করেছো
ফুলের নেই কোন সৌন্দর্য!
অযত্নে আর অবহেলায় সেই ফুল আজ মৃতপ্রায়
তোমাদের হাতে গড়া রাজপ্রাসাদে।


তারা তো কাগজের তৈরি কোন ফুল নয়!
তারা তো জীবিত, ঠিক তোমাদেরই মত
জীবিত ফুলের যে কষ্ট হচ্ছে তা কী দেখোনা চেয়ে!
আমি ঠিকই অনুভব করি
তাই কখনো কাঁদি আবার কখনো আশায় বুক বাঁধি,
জানি একদিন সব ঠিক হয়ে যাবে
যেদিন সূর্যের কিরণ পৌঁছাবে ফুলের কাছে
আবার তারা হাসবে, আবার তারা সুবাস ছড়াবে
তোমাদের হাতে গড়া রাজপ্রাসাদে।


তোমরা সবাই অনেক ভালো
আমিই শুধু হইনু কালো তোমাদের দু'নয়নে, কারণ
তোমাদের উচ্ছিষ্ট আমার মাঝে ধারণ করি নিজে কাক হয়ে!
তোমরা কী শুনতে পাচ্ছো? শোন আমার কথা
আমার জীবনটা প্রায় শেষ হবার পথে
তাই যাবো চলে বহুদূর, আর ফিরবো না আমি
তোমাদেরই হাতে গড়া রাজপ্রাসাদে।