তুমি আসবে বলে, আজো-
রাতের অন্ধকারে, নীরবে জেগে থাকি
কেন জানি, বারবার মনে হয়
রাতের আধারে, চুপিচুপি এসে ডাকবে তুমি।
শুধু তুমি আসবে বলে,
স্কুলের সামনে দাঁড়িয়ে, প্রহর গুনতে থাকি
কখন স্কুল ছুটি হবে,
আর তুমি বই হাতে দৌড়ে এসে বলবে
চলনা, আজ হৃদয় নদী ঘুরে আসি।
ঝুম বৃষ্টির দিনে,
আমি ছুটে যাই, তোমার বাড়ির পানে
শুধু একবার, শুধু একবার তোমায়
দু'চোখ ভরে, দেখবো বলে।
এমনকি, মুঠোফোনটিও,
হাতের নাগালেই রাখি সবসময় ,
শুধু, তোমার একটা মেসেজ
কিংবা একটা কলের অপেক্ষায়।
শুনেছি, তুমি নাকি হারিয়ে গেছো
লক্ষ-কোটি, তারাদের ভিড়ে,
যেথায় কভু মিলবে না রক্ষা।
তবে আমার মন যে বলে,
তুমি নাকি, আবার আসবে ফিরে,
শতো বাধার পরেও, আমি
তোমার জন্য করি অপেক্ষা।