কষ্ট রাখবেন..!  কষ্ট..!
কত ঘুরি-ফিরি বুকে কষ্ট নিয়ে
নিষেম করতে চাই বিক্রি দিয়ে।
ঘরে-দোয়ারে দোয়ারে...
কষ্ট রাখবেন..! বন্ধু কষ্ট।।


আমি কষ্টের ফেরিওয়ালা-কষ্ট রাখি বুকে
কষ্ট নিয়ে ঘুরি গ্রাম, গঞ্জে-দোয়ারে...
দামে সস্তা-মানে ভাল
হরেক রকম কষ্ট আছে-আরো কষ্ট...
কষ্ট রাখবেন..!  বন্ধু কষ্ট..।।


মাত্র এক টুকরো কষ্টের যন্ত্রনায়-বুকটা
ফাটে চৌল-ছিড়া মতো চৈত্রের মাটি।
তাই ঘুরি ঘাটে-হাটে
একটু কষ্ট করুনায় কেউ যদি রাখে...
কষ্ট রাখবেন..!  বন্ধু কষ্ট..!


বেলা যায় কষ্ট নিয়ে প্রভাত যায় কষ্ট নিয়ে
সারাক্ষণ ঘুরি তারে বুকে লয়ে।
রাত যায় চটপটে এদিক-ঐদিক ঘুরে ঘুরে
কখনো উঠে বসি চকির উপরে...
কষ্ট রাখবেন..!  বন্ধু কষ্ট...!


বুকের ভিতর জমা কষ্টের গোদাম
আরো আছে ছোট ছোট দোকান।
সেখানেও বিক্রি হয়
আসুন এক টুকরো কষ্ট কিনুন...
কষ্ট রাখবেন..!  বন্ধু কষ্ট..!


কত ঘাট কত হাট কত ঘর-বাড়ি
কত দোয়ার-কত গ্রাম-গঞ্জ সারি সারি।
তবু কেউ কিনে নি-স্বল্প
এক পাহাড় সমান কষ্টের স্বম্ভ হতে..
বিন্দু পরিমাণ কষ্ট।।


আমার কষ্ট আমার বুকেই  বসে বসে
ভাঙে পাথর ভাঙে সুখের দোয়ারে।
প্রবেশ করে তীর ছুড়ে
আমি মরি কষ্টের অনলে পুঁড়ে পুঁড়ে।।


রচনাকালঃ ০৬/১১/২০১৮ইং
ময়মনসিংহ-বাটিকাশর বড়বাড়ি


.....................( যে কষ্টে-বুক ফাটে কাব্যগ্রন্থ থেকে ).....................