কোন জল কোন মন্ত্র বা কোন কথা
দূর করতে পারে না আমার কষ্টের ব্যথা।
দূর হলো-সব হাসি সব সুখ-শান্তি
এছিল ভালবাসার প্রতিদান-কষ্ট ছিল বুঝি প্রাপ্তি।


আমার ছিল অফুরন্ত ভালবাসা বুকে
মিলনের আশা কত হাসি ছিল ভেসে চোখে।
অথচ স্বল্প ভালবাসা দেস নি-তুই নষ্ট
আশার ঘরে অগ্নি জ্বালে-দিলে শুধু কষ্ট।


তবে অনাদি কালের এই বিকেল বেলা
মনে পরল-সব কথাগুলো ছিল ছলনা।
বুকের বাম পাশে প্রাণের উপর
ঠুকে ঠুকে ভাঙছে কষ্টের হাতুড়ি পাথর।


পাল তুলে যেমন পবনের নাও চলে
ধীরে ধীরে বুকের কষ্ট তেমন করে বাড়ে।
তুই যে এত নিঠুর ছিলে রমণী
জানলে প্রেম নাহি করতাম রহিতে ধরণী।


করবে বিচার স্রষ্টা একদিন-তোরটাও কষে
দিয়াছিস যে কষ্ট মম বুকের বাম পাশে।
সেই বিচারে বলবো ক্ষমা করে দাও তারে
তার শাস্তি যে মম অন্তরে এসে বিঁধে।


রচনাকালঃ ১৩/১১/২০১৮ ইং
ময়মনসিংহ-বাটিকাশর বড়বাড়ি


.....................( যে কষ্টে-বুক ফাটে কাব্যগ্রন্থ থেকে ).....................