আমি কষ্টের কবি এবং আমার কবিতা হলে তুমি  
যখন তোমায় দেখি ছন্দ ফুটে-না হয় করে ন্যাকামি।
সূর্য্য যেমন ভালবেসে তার আলোয় ধরে রাখে অনন্তকাল
তেমন করে যতন করে রাখবো মোর খাতায় চিরকাল।


সিন্ধু বুকে যেমন সলিল বসে আনন্দ-আনন্দে খেলায়
তেমন আনন্দ দিবো তোমায় ভালবেসে চুমায় চুমায়।
তোমার জন্য তেমন ভালবাসা রাখলাম ধরে মোর কষ্ট-বুকে
ফাটে বুক গা ভিজে জলে নয়ন-তবু হাসি ভরা মুখে।


যেমন মুক্তাকে আড়াল রাখে শামুকের বুকে
তেমন করে আড়াল রাখবো-পরতে না হয় যেন কারো চোখে।
নজর যেন নাহি লাগে ঐ রুপসী রুপে-তাই বসে ভাবি
ওরে আমার কষ্টের কবিতা!-আমি যে তোমার অতি-কষ্টের কবি।


রচনাকালঃ ২০/১২/২০১৮ইং
ময়মনসিংহ-বাটিকাশর বড়বাড়ি


.....................( যে কষ্টে-বুক ফাটে কাব্যগ্রন্থ থেকে ).....................