এত সাহস বুকে রেখে ঘুমিয়ে আছে আজ বীরেরা
রোহিঙ্গাতে জবাই করিল-যায় না কোন তবু বেচারা।
গা তাদের বিশ্রামে আছে-নিদ্রায় রসে রসে বসে
ঘরখানি তার উড়িয়ে নিল-কাল ঝটিকার বাতাসে।
উঠিয়া শয্যা-ধরিব ছালে আসুক আরো তুফান
একে একে নিল সব এবার তোরাও হবে রে তিরোধান।
সাবধান ওরে মুসলিম যুবক-বাঁজিল যুদ্ধ শন
এখানেও আসছে দস্যুরা-করছে তারা গমন।
সেই দস্যুরা আজ বল পেয়েছে বড় বল পেয়ে
কাটছে মানুষ খাইছে যুবতী দেখ একবার চেয়ে।
রাখবে না আর মুসলিম বিশ্বে এই কথা সত্য
না হলে কি এমনি মারে! দিন-দুপুরে সবার নেত্র!
দেয় নি কেন বাঁধা তারাও বিড়াল হয়েছে বটে
লুকিয়ে আছে নদীর ঢালু-আড়ে দুর্বা উপর তটে।
লুকিয়ে থাকো নদীর ঢালু-বাঁচাতে পারো যদি প্রাণ
ওরে তারা নীর হয়ে আসছে-মহাজল বান।
যাবে কোথায় শুনি? বলো বলো অতি ভীরুর দল
তারা আসছে জল হয়ে ঝর্ণার রুপী চঞ্জল।
তারাবে তোদেরও লাথি-বারি ঝাটি
তিরোধানে দেহ দিবে মিথ্যা হবে সবেই মাটি।


রচনাকালঃ ১৭-০৯-২০১৭ ইং
ময়মনসিংহ-বাটিকাশর বড়বাড়ি