শ্রাবণী-ধরা পরেছো তুমি মোর প্রেমের জালে
হও যদি গো চিরসঙ্গী-ধরে রাখবো চিরকালে।
মোর মন-প্রাণ অজন্মকাল-দিলাম জিম্মি তুম ধারি
ধরে রেখো মোরে পাগলী-কখনো না দাও ছাড়ি।


তোমার কেশে-লাবণ্য রুপে-হারিয়েছি মন
নিঃশ্বাস তুমি বিশ্বাস তুমি-পরানের একজন।
শুনে যাও রাতের গভীরে-নিরবে ডাকি ভগবান
ধৈন্য ওহে সৃষ্টিকর্তা-যাহা করেছ মোরে দান।


মনের পাখি ডানা মেলে আনন্দে উড়ে হৃৎকম্পনে
তার বাসা তোমার অন্তরের সেই নিভৃত প্রাঙ্গণে।
ঝরা বকুল তোমার পরশে তাজা-দূরে গেলে ঝরে
আপনার আপন তুমি শ্রাবণী-তাই ডাকি নাম ধরে।


রচনাকালঃ ২৮/০৭/২০১৯ইং
ভাটিকাশর-বড়বাড়ি, ময়মনসিংহ