নাহার তোমার জন্য
আমি এনামুল হয়েছি বন্য।
শৈল গোহায় একা পরেছি তাই
            গিয়েছি ভেঙ্গে
কেউ তো জানে না মোর কথা
           শূন্য আমি ভবে।
দেখা হয় না কারো সঙ্গে আমার
           আমি সঙ্গীহীনা
কষ্টের প্রহর কাটে কি বল তুমি
         অন্তরে কষ্ট বীণা।
সুখের দিন তো আসবে নাকো আর
           রইতে এ জীবন
পুঁড়ে গেল ঝলমল অনলে পড়ে ওরে
           পুঁড়িল দু’চরণ।