প্রশ্বাসে বিষ,পোড়া পেট্রোল,
চোখে .বারুদের ছিটে,
হাহাকার ,রক্ত চারিধার,
জ্বলছে মাটির ভিটে!
মন দূষিত,শত খণ্ডিত,
মাটির সুতোর টান,
কন্টিত পথ,দিনে নামে রাত,
শহর যেন জীবিত শশ্মান!
বিপদধ্বনি , নিদ্রাহীন রাত্রি ,
রখ্খক হতেই ভিতী,
ভগবান দানব মিলে একাকার,
লজ্জিত হেথাই সত্যি !
তবু ফুল ফোটে ,সূর্য রোজ ওঠে,
ঝড়ে বৃষ্টি ধারা,
জোনাকী আলোয় ,স্বপ্ন আসে যাই,
পসরা সাজায় চাঁদ,তারা!
মন বলে, "কান্ডারী ,হ্য় নি তো দেরি,
তরী ঘোরাও সঠিক দিশায়,
শান্তির তীর, নয় বেশি দূর,
আঁখি আলোকিত হবে নতুন উষায়" !!!!