অন্য ব্‌সন্ত
আনন্দ
জীবন্ত লাসেদের শীতল নিশ্বাস ,
হার হিম করা উষা ,
রাতের অশরীরী বন্ধু মনে হয়,
জোনাকি দেখায় দিশা ,
বারুদ,বন্দুক,শীতল চাহনি,
রক্ত ছলকায় পাঁজরে,
সেজে মহারাজ,রাখ্খস পড়ে তাজ,
দেবতা কাঁদে কুঠীরে ,
কুঠীর পাশে,পলাশে তবু বসন্ত আসে ,
অশ্রুতে লাগে আবীর একটুক,
করে চুরমার,কলহ হিংসার,
রেডিওটা জানায়,"ফুল ফুটুক না ফুটুক......."