ফিরে আসা ,তবু ও কি আসা যাই ফিরে ,
মন ভালো করা চিন্তারা ধরে ঘিরে |
ধাতব ধ্বনি,পোড়া পেট্রল
চিন্তার জালে লাগে রাস্তার জমা জল |
ধীরে ধীরে আবার কখন একেলা ক্ষণে,
নির্জনে,আনমনে |
অজান্তে নিজের যায় ডুবে ,
একেলা,নিশ্চুপ কলরবে |
যন্ত্র মেকির,মুখোস লড়াই,
ভয হয় ,যদি কখন ও তাকে হারায় !
বেলা শেষের ,গোধুলি আকাশে ,
নীলের নিচের ,সবুজ ঘাসে |
শত পদদলিত,শুনি তবু তার ক্ষীণ স্পন্দন ,
কফিন পরে ,ঘাসফুল হয়ে,আছে বেঁচে আমার কিশোর মন ।।