দুটি বর্নে তোমার সৃষ্টি
প্রবিত্র ধ্বনি তুমি,
আমার ওপর পড়ুক তোমার
সদা দৃষ্টি।
ধ্যানে বসলেই তোমাতে আমি
রাখি মন,
যাতে করে মনকে আমার
করতে পারি নিয়ন্ত্রন।
সত্যের প্রতীক তুমি
অসত্যের নয়,
তোমার চরনতলে রাখো
আমার জন্যে একটুকু ভূমি।
তোমাতে যেইজন রাখে মন
সেই প্রবিত্র আত্মা ,
যাবে বৃন্দাবন।