বসবাস করি মোরা
মাটির উপরেতে,
কষ্ট করে ফলাই ধান
চাষের ক্ষেতেতে।
সেই ধান ঘরে এনে
আনন্দে দিন কাটাই,
ঝাড়াই মেশিন এনে মোরা
তাতে ধান ঝাড়াই।
খুশিতে জীবন কাটে
দুঃখ কেঁদে পালায়,
ভিন্ন ভিন্ন গানের সুর
গলার থেকে বেরোয়।
মাটির ওপর পানের বরজ
লাগিয়েছি মোরা,
মাঝে মাঝে বৃষ্টি পায়
আর পায় খরা।
মাটির আছে তিনটি ভাগ
সবাই এটা জানে,
আর একবার বলে দিলাম
কবিতার লাইনে।
মাটির আছে অনেক গুন
এটা খুবই ভালো,
একে যে করবে অপমান
হবে সে কালো।