আমি হতে চেয়েছি যে কতো কিছুই
বন্ধ এ ঘরে বসে,
মনে মনে দেখা হাজার স্বপ্ন
আর লাখো ব্যর্থতা নিয়ে।
ক্ষুদে চোখে দেখা অমর্ত্য সেন
কালো পোশাকে ধরে নোবেল,
আমি হতে চেয়েছি যে সে,
হতে চেয়েছি যে সচিন দ্রাবিড়,
হতে পারিনি তো সৌরভ,
হতে চেয়েছি গুপী গায়েন আর বাঘার ঢাকের কাঠি।
হতে পারিনি যে প্রদোষ মিটার
তোপসের সেই হাসি।
হতে চেয়েছি যে গান্ধী, সুভাষ
রবি ঠাকুরের বাণী,
পড়ে পড়ে শেষ করতে পারিনি তোমার গীতাঞ্জলি।
হতে চেয়েছি যে চুনী,পিকে,সুব্রত
আরো কতো কি, বলবো পরে।
পেন ধরে আজও বসে আছি দেখো
খাতা খানা হাট খুলে
কবিতা তো আর বেরোয় না যে আজ
পেনের আঁকেবাঁকে।
তবু বলি আজ বড়ো হতে গিয়ে
দেইনি তো ঘুষ তাকে,
আপোশ করিনি সময়ের সাথে
হাঁপিয়ে মেরেছি তাকে।
দৌড়োব আরো দৌড়োবো আমি
করবো আবার গান,
জেতেনি সময়, হারিনি তো আমি,
কেটে গেল বহু কাল।।