রিনিঝিনি নূপুরের ঝংকার পায়
লজ্জাবনত দেহে সে যে হেঁটে যায়
হাতের কাঁকন বাজে রুম ঝুমঝুম
ঢুলুঢুলু দৃষ্টিতে লেগে আছে ঘুম।।


মাঝে মাঝে চোখ তুলে ফিরে সে তাকায়
সে যে মোনালিসা তার তুলনা যে নাই
রূপের মাধুরী ঝরে পড়ে সারা গায়
শিহরণ জাগে দেখে শিরায় শিরায়।।


অপূর্ব; অপরূপ মায়াবী সে মুখ
দেখেই জুড়ায় প্রাণ, জুড়ায় দু চোখ
এলোমেলো ভাবনারা দোলা দেয় প্রাণে
প্রেমের আবেশ বুঝি উঁকি মারে মনে।।


সে যে মোনালিসা তার ভীরু ভীরু পায়
চলার ছন্দে আমি নিজেকে হারাই
মেঘ কালো কেশ তার দীঘল বরণ
হাসলে সে প্রাণ পাই বিষাদে মরণ।।


ঠোঁট দুটো যেন তার সদ্য ফোঁটা ফুল
মন চায় বারেবারে করি কিছু ভুল
তবুও থাকি যে তার খুব কাছাকাছি
বলতে ইচ্ছে করে শুধু তোমায় ভালোবাসি।।


তুমি যে শ্রেষ্ঠ সৃষ্টি পরম বিধাতার
তোমার তুলনা তুমি নাাই কিছু আর
আমার হৃদয় রাজ্যে প্রিয়া তোমার সিংহাসন
যখনই চাইবে এসো তোমার ঐ উড়ালপঙ্খী মন।।