নিষিদ্ধ দৌড় ঘরপোড়া আতঙ্কে সমুদ্র শুকোয়
নীলগাই শূন্য-শূন্য প্রেমে স্বজনহারা উপচেপড়া অশ্রুর বিমানে
পৃথিবীর চাঁদ বেহাল পাণ্ডুলিপির অক্ষরে
জোকের মতন আঁধার জোনাকির ডানায় ক্লান্তির কারাগারে ৷
বালিকার মেঘকালো চুলে চুপিসারে নির্ঘুম রাত্রি
মিলনের প্রেক্ষাগৃহ বৈশাখী রঙে সেজেছে বাসন্তী পোষ্টারে
লালপাড় শাড়ীটা শিরিষের ডালপালায় আকাশ ঢঙে
সমুদ্রের প্রোজ্জ্বল মরশুম লাবণ্যবোধের তরুণিমা আয়োজনে ৷
মেঠোবালিকার রৌদ্রগানের ছায়ার নিরন্তর আশ্রয়ে নীরব নকশা
শান্তি শান্তি শান্তি
নিসর্গের বৃক্ষপাতায় অক্ষরের ল্যাম্পপোষ্টে সাহসের দুর্গ
খোয়াজ পীরের জল-তসবীহতে তাহার মেঠোমন
শান্তি শান্তি শান্তি
নক্ষত্রের মতো তাহার গাঙচিল চোখের ঝিকিমিকি আলোয়
উধাও হয় সব ক্লান্তি সব অন্ধকার ৷
পৃথিবীর চতুষ্কোণে, সবখানে তোমার মেঠোমনের ভিজে আলোর ঘ্রাণ
আমার জীবনের গল্পে মিলন-শব্দ হয়ে সাজো
মনে-মন এক না হলে প্রেম জমে না
মধুজ্যোত্স্নায় উত্সবে হাঁটছে আমার পরাণের পাড়াগাঁয় তোমার নূপুরের গান ৷