অনেক জ্বালায় কালবেলার খেলায় নিদারুণ যন্ত্রণা
আগামী চোখের অন্তরাত্মা বিরুদ্ধ স্বর দখল কোরে
মুহূর্তের ফাঁসির দরজায় সামাজিক খোল অবাঞ্ছিত অর্গল
রুদ্ধ অক্ষরে নিভৃত তলাক-তালাক চিলেকোঠা
প্রান্তর ডুবে আছে অমীমাংসিত উদ্যানের
চুপসানো ধুসর আয়ুর লাউখোলে,
দুজন দুটি আগামীর টানাপোড়েনের নগ্ন ছোবলে
পরাস্ত অন্তিম ঘরবসতির অনশনপ্রিয় অবতার
অবসরের আমৃত্যু মাটির ঘ্রাণ সমর্পিত শুকনো পাতায়
ক্লান্তির ঘুমের মুসাফির হয়ে আছে আকাশ নীল
ককপিটে কালোবাক্সহারা পোকামাকড়ের আলোড়ন ।
নৈপুণ্যের চাঁদমুখে অমবস্যার দুঃস্বপ্নময় দাবা
পাড়াগাঁর নিবিড় উদাস দুপুর ঘুমিয়েছে কালঘুমের রৌদ্রে ।