সন্ধ্যে পেরিয়ে রাত গড়ালো আগের মতই ;
মেঘের দল জাপটে ধরে আকাশ মানিক
যেনো ভরতে লাগলো অভেদ্য পিঞ্জরে
জোনাকী গুলো শীতঘুম দিলো হঠাৎ ভীষণ !
শালের মঞ্জরী মাটির বুকে ছড়ায় হাহাকার
গর্ভপাতের লাল রক্ত আর মাংস দলা হয়ে ঝরছে অঝোর
অন্ধকারের মোটা চশমায় সব লাল কালো দেখায়
এমন দেশে এ রাত তবু যেনো নতুন নয়..
বিষের এই অমাবস্যায় এমনি ভাঙছে স্বপ্ন
কেও যেনো আসবাব বানাচ্ছে বুক চিরে
তবু কর্তা বলেন; সব ঠিক আছে !!
রাজার গায়ে কাপড় আছে ; ভুল থাকার জো টি নেই !
এমনি করে কতোই না রাত এলো ;
শক্ত হাতে কাছি টুকরো করে ধাক্কা দিলো কেও নৌকোয়
তীক্ষ্ণ নীরব চিৎকার আর তার সর্বগ্রাসী প্লাবন
নূহ হয়তো মিস্ করলো ট্রেন বাহান্ন বার
আজকে ঝরছে মাংসের দলা গলে গলে
মাছির শীৎকারে ওই ইফরিত এলো অবশেষে!!