রথের চাকায় চিরন্তন শীতলতা ; লাগাম হাতে নিষ্ঠুর সারথী
ডোবার বুকে নদী আছড়ে পড়েছে সর্বগ্রাসী...
নিরুপমার গায়ে জ্বর !
তুমি চলে যাচ্ছ !
তুমি জানো ; তুমি চলে যাচ্ছ ??
নির্ঝরের স্বপ্নভঙ্গে ঝলসে উঠেছে নটরাজ;
পায়ের নিচে করাল ছোবল খাবলে ধরবে সজোরে !
তবু তোমার চোখে এত দীপ্তি !!
এত প্রজ্ঞা ; এমন দৃঢ়তা !!!
দুঃখ নেই ? ভয় নেই ?
তেলে- জলে প্রদীপের বুক জ্বলেছে সেই কবে !
তবু কিসের এত আলো ??


"এ তো স্বপ্ন ; এ তো জীবন !
নটরাজের পা এর আদরে জোয়ার এসেছে বন্ধুর জমির বুকে ;
আজকে শ্রাবন ভরা বাদল ;
" ওরা চাষ করে আনন্দে"
শতাব্দী - শুষ্ক ডোবার বুকে প্রাণের প্লাবন
তাকিয়ে দেখো; মাঝি এসেছে নৌকা নিয়ে..
হাতে তার ঝিনুক ভরা বাক্স !!
কমলা; খোঁপায় তোমার আজ আটকে আমার দেওয়া নাম ...
ক্যামেলিয়া !!!
আজ আর কোনো দুঃখ নাই
খেদ নাই !
"