কেউ বোঝেন!
ইচ্ছে করে অনেক বড় হতে,
আকাশ চুম্বি অট্টালিকার চূড়ায় উঠে মেঘ ছুতে নয়!
নয় অহংকারে!
বড় হতে চেয়েছি মহত্তে।
গরিব দুঃখী থেকে  স্বজনদের হাসির কারন হতে।


কিন্তু মনের কথা গুলো কেউ বোঝেন!


ইচ্ছে করে সাজিয়ে গুছিয়ে বলি মনের কথা গুলো,
তাদের , যারা আমার অন্তর আত্নী।
বলতে পারিনা, আমি বলতেই পারি না।
কোন কোন সময় বলেও থাকি।


কিন্তু তা কেউ বোঝেনা!


তাইতো আমি বলি না কিংবা বলতেই পারি না!
আমি হয়তো রং লাগিয়ে বলতে পারিনা,
হয়তোবা চিনির বদলে লবণ ঢেলে দিই অজান্তেই!


আমি একটু পাগল টাইপের,
আমার ইমোশন টা একটু বেশী'ই।
কষ্ট পেলে একটু কাঁদি, নয়তো মনের কথাগুলো তার কাছে বলি।
কাঁদলে নয়তো শেয়ার করলে নিজেকে একটু হালকা মনে হয়।


কিন্তু সেও বোঝেনা!
বোঝেনা আমাকে।


মাঝে মাঝে ইচ্ছে করে সবার মত আমিও বলি, দেখো আমারও আছে।
কিন্তু! বলবো কিভাবে, আমার যে কিছু নেই!
হয়তো আছে কিছু, কিন্তু কি আছে? কি আছে আমার?


হঠাৎ! কে যেন বলছে, এ কেমন কথা! কি আছে ?কি নেই? তাই জানো না!
নাকি, ইচ্ছেগুলোই বোঝনা!


হয়তো আমি এই বুঝিনা।
তাই এখন ইচ্ছে গুলো আকাশপানে উড়িয়ে দেই।