রূপ দেখিয়া ডুব সাগরে দিওনা ভাই কেহ
তাহার চাইতে জালে সরিষা শুকাইতে দিও।


দেখতে ভারী লাল টুকটুকে যে মাক্কাল ফল
দেখতে মন্দ হলেও ভালো নদীর কালো জল।


বর্ণ যদিও জাম হয় কালো
গুণে বটে সে অনেক ভালো।


বুকে রাখিয়া হাত শক্ত করিয়া মন
আজ মোরা করি এই পণ।


ডাকবে মাক্কাল আদর করে
ময়না টিয়া জান
তৃষ্ণায় ফেটে  যাক বুক
করবো না নর্দমার পানি পান ।